৯৩.৬ শতাংশ ভোট পড়েছে বিসিএস নির্বাচনে

১৬ মার্চ, ২০২২ ১৭:৪২  
প্রচণ্ড জ্যামের মধ্যেও ব্যতিক্রমী পরিবেশে রাজধানী ঢাকার কেন্দ্রস্থল খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন কনভেনশন হলে অনুষ্ঠিত হলো ২০২২-২৪ মেয়াদকালের বাংলাদেশ কম্পিউটার সমিতি-বিসিএস কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ। দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রাচীনতম এ সংগঠনের মোট ১৪৩৪ ভোটারের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১৩৪২ ভোটার। বুধবার সকাল ১০টায় শুরু হওয়া ভোট চলে বিকেল সোয়া ৫টা পর্যন্ত। এরই মধ্যে দুপুর দুইটা পর্যন্ত মোট ১৪৩৪ ভোটের মধ্যে জমা পড়েছে ৭৯৯ ভোট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, চলছিলো ব্যালট বাছাই। ধারণা করা হচ্ছে সোয় ছয়টার দিকে শুরু হবে ভোট গণণা। ভোট গণনা করা হবে সফটওয়্যারের মাধ্যমে। সব ঠিক ঠাক থাকলে সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে ফল। এবারের নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন সিপ্রোকো কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার। এ কাজে তাকে সহযোগিতা করছেন দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং ওরা-টেক কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ। এছাড়াও ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হকের নেতৃত্বে কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক সাবির আহমেদ ও ট্রেসার ইলেকট্রোকম প্রধান কার্যনির্বাহী আবুল কালাম আজাদ নির্বাচন আপিল বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত আছেন। অপরদিকে পবিসিএস কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৭ পরিচালক পদে প্রত্যাশিত ফল পেতে সমর্থকদের নিয়ে অপেক্ষায় আছেন ১৪ জন প্রার্থী। স্বতন্ত্র ব্যালট হলেও সমমনা ও মেম্বার ভয়েস- দুইটি প্যানেলে ভোটারদের কাছে হাজির হয়েছিলেন তারা। একই ভাবে ভোটারদের রায় জানতে ভোটকেন্দ্রে বিসিএস শাখা কমিটির ভোটে বরিশালের ১৪ জন, খুলনার ১৪ জন, যশোরেন ১৩ জন এবং সিলেটেন ১৪ জন প্রার্থী অপেক্ষায় আছেন। এছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী এবং কুমিল্লাতে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।